আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমাদের সুকুমার" --- ত্রিপুরা থেকে রতন আচার্য

    আরশি কথা


     আমাদের সুকুমার"


    ছন্দের পাঁকা হাতে বিখ‍্যাত কীর্তি, 

    শিশু আর কিশোরের তাল লয়ে ফূর্তি।


    টগবগ টগবগে চনমনে সব দোর,

    ফুরফুরে তাজা হয়ে কেটে যায় ঘনঘোর।


    শব্দের ঝংকারে রাতদিন মস্তী,

    পেয়ে তাতে স্বস্তি, বেড়ে যায় দোস্তি?


    আজো হাসে অনায়াসে তাঁর যত সৃষ্টি-

    সহজে সকল প্রাণে ভরে দেয় কৃষ্টি।


    যাকে পড়ি হাতে খড়ি ছড়া আর কবিতার-

    সবাকার প্রাণপ্রিয় আমাদের সুকুমার।। 


    -রতন আচার্য, ত্রিপুরা

     সহ-সম্পাদক, সাহিত্য বিভাগ

    আরশিকথা গ্লোবাল ফোরাম


    ১০ই সেপ্টেম্বর ২০২১



    3/related/default