Type Here to Get Search Results !

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে মুম্বই ও নাগপুরে! সরকারি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


মুম্বইয়ের মেয়র দাবি করলেন, করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছে মুম্বইয়ে। সকলের উদ্দেশে তাঁর আবেদন, কোনও ভাবেই কোভিড বিধিকে অমান্য না করতে। করোনা আতঙ্কে কাঁপছে মহারাষ্ট্র। গতকাল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দাবি করেছিলেন, রাজ্যের দোরগোড়ায় উপস্থিত করোনার তৃতীয় ঢেউ। সোমবার রাজ্যের শক্তি মন্ত্রী নিতীন রাউতও দাবি করেছিলেন, তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে নাগপুরে। এবং সেই জন্য়ই শিগগিরি নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। এদিন সেই একই সুর শোনা গেল বাণিজ্যনগরীর মেয়র কিশোরী পেদনেকরের মুখেও। উৎসবের মরশুমের শুরুতে সকলকে সতর্ক করে তিনি আরজি জানিয়েছেন, সবাই যেন বাইরে বেরলেই মুখে মাস্ক পরেন ও সামাজিক দূরত্ব মেনে চলেন। আগামী ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের ঠিক আগেই তৃতীয় ঢেউ শুরু হওয়ার এই আশঙ্কায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে। এই অবস্থায় আগামী ১ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে প্রশাসন।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

৭ই সেপ্টেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.