১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস। রাজ্য সরকার এখন বাঁশ শিল্পের প্রচার ও প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছে। অনেক শিল্পীরাই এখনো এই পেশাকে ধরে রেখেছেন। রাজ্যে এই শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রয়োজন রাজ্য সরকারের সদিচ্ছার, যা করে দেখাচ্ছে বর্তমান রাজ্য সরকার। এমনটাই দাবি করে বিশেষ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাঁশ ত্রিপুরার অর্থনৈতিক ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, শুধু অর্থনীতির জন্য নয় বরং প্রাকৃতিক কারণেও বাঁশ চাষ করা লাভদায়ক। আত্মনির্ভর ত্রিপুরা গড়তে বাঁশ চাষ ও বাঁশজাত শিল্পের বাণিজ্যকরণ অনেকটা সহায়ক ভূমিকা নিতে পারে বলে উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৮ই সেপ্টেম্বর ২০২১