Type Here to Get Search Results !

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল ঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ মিছিল করে সংগঠন। একইসঙ্গে ধর্ণাও প্রদর্শন করা হয়। এই কর্মসূচির নেতৃত্ব দিতে কলকাতা থেকে আসেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিনের এই কর্মসূচিতে ছিলেন প্রদেশ তৃণমূল স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, সদস্য প্রকাশ দাস, পান্না দেসহ অন্যান্যরা। কুনাল ঘোষ বলেন, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। দাম কমাতে সরকার যেন তৃণমূলের দেওয়া প্রস্তাব মেনে নেয়। রাজনীতি তো পড়ে, আগে মানুষের খাওয়ার ব্যবস্থা করতে হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাড়ছে পরিবহন খরচ। তাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে। অথচ সরকারের এসবের দিকে কোনো নজরই নেই। জনগণের স্বার্থে তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৬শে অক্টোবর ২০২১