আসন্ন পুর ও নগর নির্বাচন ঘিরে প্রশাসনকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উদ্যোগী হতে হবে। এই দাবি জানিয়ে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় সিপিএম।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের পশ্চিম জেলা সম্পাদক রতন দাস। তাদের দাবিগুলো হচ্ছে প্রার্থী এবং প্রার্থীর প্রস্তাবকদের নিরাপত্তা প্রদান করতে হবে। ভোটার ও দলীয় কর্মীদের উপর যেন কোন রকম হামলা হুজ্জুতি না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলাশাসক দাবির প্রতি সহমত ব্যক্ত করেছেন বলে জানান শ্রী দাস।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৮শে অক্টোবর ২০২১