রাজ্যে নতুন করে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ডেমোক্রেটিক ফ্রন্ট তাদের রাজ্য কার্যকরী কমিটির ঘোষণা দিয়েছে। একই সঙ্গে উপদেষ্টা কমিটি ঘোষণা দেওয়া হয়। মূলত প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের অনুগামীরা রয়েছে দলে।
দলের সভাপতি শ্রী বিশ্বাসের ছেলে পূজন বিশ্বাস সোমবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন। কার্যকরী কমিটিতে রয়েছেন চলে চেয়ারম্যান তেজেন দাস, ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন দুজন পূর্ণিতা চাকমা এবং আবদুল ওয়াহিদ। সহ সভাপতি পদে আছেন সাতজন। দলের কোষাধ্যক্ষ করা হয়েছে মৃণাল কান্তি বিশ্বাসকে। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১০ জন। দলের মুখপাত্র করা হয়েছে প্রসেনজিৎ দাসকে। সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন আটজন। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জহর ঘোষ দস্তিদার এবং হরিপদ দাস। আর সদস্য হিসেবে রয়েছেন ৩১ জন। এদিকে উপদেষ্টা কমিটিতে আছেন ১৫ জন। উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হলেন তাপস দে। শীঘ্রই সারারাজ্যে তাদের সংগঠন বিস্তার করা হবে। কার্যকরী কমিটি গঠনের ক্ষেত্রে সারা রাজ্য থেকে কার্যকর্তাদের নেওয়া হয়েছে। বুথ স্তরে দলকে নিয়ে যাওয়া হবে বলে জানান। আসন্ন নির্বাচনগুলিতে টিডিএফ প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানান। সাংবাদিক সম্মেলনে পীযূষ কান্তি বিশ্বাস। প্রাক্তন বিধায়ক তাপস দেসহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫শে অক্টোবর ২০২১