প্রতিবারের মতো এবছরও গোটা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। তবে এ বছর ফের কোভিড সংক্রমণের কারণে বিভিন্ন জায়গায় যুব দিবস অনুষ্ঠিত হয়েছে কিছুটা সংক্ষিপ্ত আকারে। রামকৃষ্ণ মঠ ও মিশনের আগরতলা শাখার উদ্যোগে মূল অনুষ্ঠান হয়েছে শিশু উদ্যান সংলগ্ন বিবেক উদ্যানে। উপস্থিত ছিলেন মিশনের অধ্যক্ষ শুভকরানন্দ মহারাজ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্যরা।
স্বামীজীর মূর্তির পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে স্বামীজীকে স্মরণ করে তার জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা, ইত্যাদি নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর উদ্যোগে স্বামীজীর ১৬০ তম জন্ম দিবস উদযাপন করা হয়েছে। তাতে তাদের মূল অনুষ্ঠান হয় স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে স্বামীজীর মূর্তির পাদদেশে উপস্থিত সবাই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ছিলেন এবিভিপি-এর রাজ্য সম্পাদক প্রীতম পালসহ অন্যান্য কার্যকর্তারা। এদিকে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ডাকে মেলারমাঠস্থিত ডাক্তার বি আর আম্বেদকর ভবনে এক সেমিনার হয়। তাতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাসসহ অন্যান্য কর্মকর্তারা। বক্তারা স্বামীজীর বাণী এবং আদর্শ নিয়ে আলোচনা করেন। এদিকে এসএফআই, ডিওয়াইএফআই, এর উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এই দুই সংগঠনের উদ্যোগে সদর মহকুমা কমিটির অন্তর্গত রাজনগর বিভাগের মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। বক্তব্য রাখতে গিয়ে তিনি স্বামীজীর আদর্শ নিয়ে আলোচনা করেন। উদ্বুদ্ধ করেন রক্তদাতাদের।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১২ই জানুয়ারি ২০২২