আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের করোনার কবলে চীন,অনলাইন শপিংকেই ভিলেন বলে মনে করা হচ্ছে

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে চিনে । একাধিক শহর ও প্রদেশে লকডাউন জারি হয়েছে। সংক্রমণ ঠেকাতে শুধুমাত্র চাওয়াং ও হাইদিয়ানে ১২ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। একাধিক আবাসন সিল করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল-অফিস। এই পরিস্থিতিতে চিনা প্রশাসনের নয়া সন্দেহ, শিশুদের জামাকাপড় থেকে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। মূলত অনলাইন শপিংকেই ভিলেন বলে মনে করা হচ্ছে। এভাবে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য একাধিক কড়া পদক্ষেপও নিয়েছে চিনা প্রশাসন। বছর শেষের আগেভাগে চিনা শপিংমলগুলি ও অনলাইন কেনাকাটার অ্যাপগুলি জামাকাপড়-সহ অন্যান্য সামগ্রীর উপর ব্যাপক ছাড় দিতে শুরু করেছে। ফলে ক্রেতার সংখ্যাও বাড়ছে। চিনা প্রশাসনের আশঙ্কা, জামা কাপড় ও অন্যান্য জিনিসপত্র যে পার্সেলে করে আসছে, তা থেকেও করোনা সংক্রমণ ছড়াচ্ছে। সম্প্রতিই চিনের হুবেই প্রদেশে শিশুদের জামাকাপড় তৈরি করেন এমন তিনজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের। এই ঘটনার পর নির্দেশ দেওয়া হয়েছে, ১২০০ মাইল দূরেও কেউ যদি ওই সংস্থার পার্সেলের সংস্পর্শে আসেন, তবে তাঁরাও যেন অবশ্যই করোনা পরীক্ষা করিয়ে নেন। দক্ষিণ-পূর্ব চিনের গুয়াংশি প্রদেশের স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ১২ই নভেম্বর ২০২১
     

    3/related/default