আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্কলারশিপের দাবিতে এনএসইউআই'র বিক্ষোভঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    তপশিলি উপজাতি ছাত্র-ছাত্রীদের পর ওবিসি ছাত্র-ছাত্রীদের বকেয়া স্কলারশিপ প্রদানের দাবিতে আন্দোলনে নেমেছে এনএসইউআই। শুক্রবার ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় এরা। তাদের নেতৃত্বে ছিলেন ছাত্র নেতা সম্রাট রায়।

    তিনি বলেন দীর্ঘদিন ধরে অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আটকে রাখা হয়েছে। অথচ গরীব অংশের ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই টাকাটা খুব প্রয়োজন। ৪৮ ঘণ্টার মধ্যেই যদি স্কলারশিপের টাকা না দেওয়া হয় তাহলে এনএসইউআই বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এর আগেও এস সি, এস টি ছাত্র-ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আন্দোলন করেছিল এনএসইউআই। তাদের আন্দোলনের ফলেই সরকার দাবি মানতে বাধ্য হয়েছিল বলে জানান সম্রাট। তিনি আশাবাদী ছাত্র-ছাত্রীদের স্বার্থে সরকার এবারও তাদের দাবি মেনে নেবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১২ই নভেম্বর ২০২১
     

    3/related/default