Type Here to Get Search Results !

স্বাধীনোত্তর ভারতের অখন্ডতা রক্ষার এক অনন্য ভূমিকা নিয়েছিলেন লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


স্বাধীনোত্তর ভারতের অখন্ডতা রক্ষায় এক অনন্য ভূমিকা নিয়েছিলেন লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল। রাষ্ট্রহিতমূলক কর্মকান্ডে সার্বিক অংশীদারিত্বই হবে তাঁর জন্মজয়ন্তীতে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। রবিবার অরুন্ধতীনগরে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের শুরুতেই লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে রাষ্ট্রীয় একতা দিবসে শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন প্ল্যাটুনের জওয়ানদের প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এরপর টিএসআর প্রথম ও সপ্তম ব্যাটেলিয়নের ব্যান্ড, সিআরপিএফের ব্যান্ড ও আসাম রাইফেলস প্ল্যাটুনের ব্যান্ড প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, শান্তিপূর্ণ ও অহিংস পরিবেশে স্বাধীনোত্তর ভারতে বিচক্ষণতা ও বলিষ্ঠতার সাথে রাষ্ট্রের অখন্ডতা রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনধারা ও কর্মজীবন আমাদের প্রত্যেকের মনে অনুপ্রেরণার সঞ্চার করে। সর্দার বল্লভভাই প্যাটেলের চিন্তন, দূরদর্শিতা ও কর্মনিষ্ঠাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক নতুন দিশায় দেশবাসীর সুরক্ষা, সর্বাঙ্গীন উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এবং শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। গুজরাটে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় একতা দিবসের মূল অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চল থেকে সৌহার্দ্যপূর্ণ বার্তা নিয়ে ত্রিপুরা পুলিশের একটি দল অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ মহানির্দেশক ভিএস যাদব, মুখ্যসচিব কুমার অলক প্রমুখ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৩১শে অক্টোবর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.