কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক যথাক্রমে ৫ টাকা ও ১০ টাকা করে কমিয়েছে। রাজ্য সরকারও সাধারণ মানুষের কথা বিবেচনা করে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের করের উপর যথাক্রমে ৭.৫ শতাংশ ও ৬.৫ শতাংশ ছাড় দিয়েছে। এই সিদ্ধান্ত ৪ নভেম্বর, ২০২১ থেকে কার্যকর হবে। বর্তমানে পেট্রোল ও ডিজেলের উপর যথাক্রমে ২৫ শতাংশ ও ১৬.৫ শতাংশ কর রয়েছে। ছাড় দেওয়ার পর তা দাঁড়াবে যথাক্রমে ১৭৫ শতাংশ ও ১০ শতাংশ। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দ্বারা আবগারি শুল্ক ও কর হ্রাস করার কারণে এখন পেট্রোল ও ডিজেলের খুচরো দাম পড়বে যথাক্রমে ৯৮.৩৩ টাকা ও ৮৫.৬৫ টাকা প্রতি লিটার। এটা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে দীপাবলির উপহার বলে এক প্রেস রিলিজে জানানো হয়েছে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর থেকে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৪ঠা নভেম্বর ২০২১