দেশবাসীকে দীপাবলির উপহার মোদী সরকারের, কমল পেট্রোল-ডিজেলের শুল্ক

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দেশবাসীকে দীপাবলির উপহার দিল মোদী সরকার। পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানো কথা ঘোষণা করা হল। তার ফলে বৃহস্পতিবার থেকে কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের দর। উল্লেখ্য, কয়েক মাস ধরে টানা বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। লিটারে ১০০ টাকা পার করে ফেলেছে দুই পেট্রো পণ্য। দেশবাসীর রোষানলের মুখে পড়েছে মোদী সরকার। সেই যন্ত্রণা লাঘবের চেষ্টা করল কেন্দ্র। প্রতি লিটার পেট্রোলে শুল্ক কমল ৫টাকা। লিটার পিছু ১০ টাকা কমল ডিজেলের শুল্ক। কেন্দ্রের দাবি, এই সিদ্ধান্তের ফলে রবি মরসুমে সুবিধা পাবেন কৃষকরা। এবার মানুষকে আরও স্বস্তি দিতে রাজ্যগুলিকে ভ্যাট কমানোর আবেদন করা হয়েছে।   


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসুত্রঃ ইন্টারনেট

৩রা নভেম্বর ২০২১
 

3/related/default