Type Here to Get Search Results !

বাম প্রার্থীদের বিজয়ী করার আহ্বান সিটু'রঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


পুর ও নগর নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালো সিটু। তাদের অভিযোগ গণতন্ত্রকে পদদলিত করে শাসকদল সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে রেখেছে।  গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং উন্নয়নের লক্ষ্যে ভোটাররা যেন বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে ভোট দান করেন। বুধবার সিটু'র রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান জানান সংগঠনের রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত।সঙ্গে ছিলেন নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন রাজ্যে বিজেপি সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আইন শৃংখলার অবনতিতে সন্ত্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেরোজগারি, আর্থিক সংকট ইত্যাদি সমস্যা বেড়েছে‌। নির্বাচনের আগে দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি। তাই এই সমস্ত কারণে মানুষ যেন বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করেন।


নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করেছিল সিটু।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১০ই নভেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.