তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে অ্যাসেম্বলি অব জার্নালিষ্টের এক প্রতিনিধিদল শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে এক সাক্ষাতকারে মিলিত হন। রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মরত সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে বিশদ আলোচনা হয়। সম্প্রতি রাজ্যের খোয়াই এবং উদয়পুরে সাংবাদিকদের সাথে দুটি অনভিপ্রেত ঘটনার কথা প্রতিনিধিদল উল্লেখ করেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই ঘটনাকে দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সরকার কঠোর হাতে মোকাবিলা করবে বলেও তিনি জানান। সৌহাদ্যপূর্ণ আলোচনায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রীচৌধুরী সাংবাদিকদের সুরক্ষার ব্যাপারে সরকারের সদর্থক দৃষ্টিভঙ্গীর কথা ব্যক্ত করেন। এছাড়াও সাংবাদিক ও মিডিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকার ও মুখ্যমন্ত্রীর ইতিবাচক ভূমিকা, আন্তরিক সচেষ্টতা এবং সাংবাদিক বান্ধব মানসিকতার বিষয়সমূহ তিনি উল্লেখ করেন। অ্যাসেম্বলী অব জার্নালিষ্টের প্রতিনিধিদলে ছিলেন সাধারণ সম্পাদক শাণিত দেবরায়, সম্পাদক জয়ন্ত দেবনাথ, সম্পাদক অনল রায় চৌধুরী ও সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১২ই নভেম্বর ২০২১