আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কালো গহ্বর" ...... রবীন্দ্র চক্রবর্তী, আটলান্টা

    আরশি কথা

    কালো গহ্বর"


    জলজ্যান্ত আলো

    দিশা তার কোথায় হারালো?

    বন্দী হলো কারাগারে -

    মৃত্যু হলো তার,

    অন্ধকার, শুধু অন্ধকার!


    সময় গিয়েছে থেমে,

    থেমে গিয়েছে গতি !

    অন্ধকার গহ্বরে 

    পরাজিত জ্যোতি

    বুঝি জানায় প্রণতি!


    ব্রহ্মান্ডের চরম আকর্ষণ -

    অস্তিত্ব হারিয়ে যায় 

    ছায়ার মতন।

    অনন্ত তার মুষ্টিবদ্ধ,

    সত্ত্বাহীন, 

    নীরব মনন! 


    কালো গহ্বর, ব্ল্যাক হোল -

    তুমিই কি মহাকালী?

    অন্ধকার দিয়েছ ঢালি

    মহাকাশে?

    আলোরে দিয়েছ কোল?

    বর্ণরে দিয়েছ জন্ম

    পূজার বেদিতে?

    হে পুণ্য,

    রূপহীন, বর্ণহীন শূন্যের

    তুমি কি মহাশূন্য?


    - রবীন্দ্র চক্রবর্তী

    আটলান্টা


    ১৩ই নভেম্বর ২০২১

     

    3/related/default