উপজাতিদের দীর্ঘদিনের একটি দাবি শেষ পর্যন্ত পূরণ হলো। আগরতলায় একটি উপজাতি রেস্ট হাউজের উদ্বোধন হয় মঙ্গলবার। কুমারী,মধুতি,রূপশ্রী উপজাতি রেস্ট হাউজের উদ্বোধন করেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।
মন্ত্রী বলেন, সাত কোটি টাকা দেয় ৬৪ শয্যাবিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হয়েছে। উপজাতিদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী শ্রী জমাতিয়া।
প্রসঙ্গত গত শতাব্দীর ছয়ের দশকে নিজেদের অধিকার ও খাদ্যের জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন কুমারী মধুতি রূপশ্রী। তাদের স্মৃতিতেই উপজাতি রেস্ট হাউজটির নামকরণ করা হয়। আগে শিশুবিহার স্কুল সংলগ্ন এলাকায় এই রেস্ট হাউজটি ছিল। সেটি নষ্ট হয়ে যাওয়ার পর এখন মেলারমাঠ এলাকায় বড় পরিসরে তা নির্মাণ করা হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৭ই ডিসেম্বর ২০২১