আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজধানী, দুরন্ত-সহ সব বাতানুকূল ট্রেনে মহিলাদের জন্য আসন সংরক্ষিত

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    এবার থেকে রাজধানী, দুরন্ত-সহ সমস্ত সম্পূর্ণ বাতানুকুল এক্সপ্রেস ট্রেনেও থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত নির্দিষ্ট আসন। এছাড়াও দূরপাল্লার ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষার দিকটি নিয়েও একাধিক পরিকল্পনা করছে রেল। জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। এতদিন সাধারণ স্লিপার বগিতে ছ’টি করে বার্থ মহিলাদের জন্য সংরক্ষিত থাকত। গরীব রথ এক্সপ্রেসের বাতানুকূল থ্রি-টিয়ার বগিতেও একই সুবিধা পেতেন মহিলা যাত্রীরা। সেই সুবিধা এবার রাজধানী, দুরন্তর মতো গুরুত্বপূর্ণ ট্রেনেও পাওয়া যাবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। ট্রেন যাত্রায় মহিলাদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় রেল। এদিন এই দাবি করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি জানিয়েছেন, সংরক্ষিত আসনগুলির সুবিধা নিতে পারবেন যে কোনও বয়সের মহিলা। তবে রেলমন্ত্রী এও জানিয়েছেন যে মেয়েরা একা বা দলবদ্ধ ভাবে সফরের সময়েই এই সুবিধা নিতে পারবেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৯শে ডিসেম্বর ২০২১
     

    3/related/default