Type Here to Get Search Results !

খোয়াই মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৪৪ ধারা জারিঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


জনজীবনে নিরাপত্তা বজায় রাখা এবং শান্তিভঙ্গের আশঙ্কায় খোয়াই জেলার জেলাশাসক খোয়াই মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকার মধ্যে রাত ৮টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত সময়ে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি আইন ১৯৭৩-র ১৪৪ ধারা অনুযায়ী সাধারণ মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সামরিক, আধা সামরিক ও রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, খোয়াই জেলার পুলিশ সুপার এবং খোয়াই মহকুমার মহকুমা শাসকের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারীগণ এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসির ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশ ১১ ডিসেম্বর, ২০২১ থেকে কার্যকর হবে এবং তা ৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত বহাল থাকবে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৯ই ডিসেম্বর ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.