রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য বড়দিন উপলক্ষ্যে রাজ্যবাসীকে বিশেষত খ্রীষ্টান ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, আমাদের যীশু খ্রীস্টের শান্তি, সহনশীলতা, বলিদান, প্রেম ও ক্ষমার বাণী অনুসরণ করতে হবে সবার সাথে হাত মিলিয়ে এবং সদভাব প্রকাশ করে। এই বড়দিন রাজ্যে খুশির বার্তা নিয়ে আসুক এবং সবাই মনেপ্রাণে বড়দিন উদযাপন করুক বলে তিনি কামনা করেন। তাছাড়া তিনি নিজেদের কোভিড-১৯ থেকে সুরক্ষিত রাখতে সবাইকে সতর্কতা অবলম্বন করে উৎসব সার্থক করতে আহ্বান জানান।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৩শে ডিসেম্বর ২০২১