প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের মধ্যে রাজ্যেও ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিডের টিকাকরণ। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এর জন্য আধার কার্ড, আই কার্ড প্রয়োজন। এদিকে ফ্রন্টলাইন ওয়ার্কার ও ষাটোর্ধ্বদের দেওয়া হবে প্রিকোশান ডোজ।
শনিবার জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার অধিকর্তা ডা: সিদ্ধার্থ জয়সোয়াল এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি জানান। তিনি আরো বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কো ভ্যাকসিন দেওয়া হবে। আর প্রিকোশান ডোজে কি দেওয়া হবে তা এখনো স্থির হয়নি। এখন পর্যন্ত ৪৬ লক্ষ ৯৭ হাজার ৬৪৫ টি করোনার টিকা দেওয়া হয়েছে। তবে চার লক্ষের মতো লোক দ্বিতীয় ডোজ নেননি বলে জানান তিনি। যদিও টিকার কোনো ঘাটতি নেই।ভ্যাকসিন পর্যাপ্ত মাত্রায় রয়েছে বলে জানান শ্রী জয়সওয়াল। নতুন নির্দেশিকা সম্পর্কে স্বাস্থ্যকর্মীদের অবগত করা হয়েছে। এন এইচ এম অধিকর্তা বলেন, সবাইকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। করোনা বিধি মেনে চলা জরুরি। তবে আতঙ্ক সৃষ্টি নয়, সচেতনতার পরামর্শ দেন শ্রী জয়সওয়াল।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১লা জানুয়ারি ২০২২