প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীরঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস। প্রতিবারের মতো এবারো মূল অনুষ্ঠান হয় কংগ্রেস ভবনের সামনে।
মঙ্গলবার সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহাসহ অন্যান্য কার্যকর্তারা। উপস্থিত সবাই সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।বীরজিৎ সিনহা তার বক্তব্যে সুধীর রঞ্জন মজুমদারের কর্ম জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রসঙ্গত ২০০৯ সালের ৪ জানুয়ারি হয়েছিলেন তিনি। আর জন্মগ্রহণ করেছিলেন ১৯৩৯ সালের ১৮ মে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৪ঠা জানুয়ারি ২০২২