আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা আক্রান্ত সস্ত্রীক অরিজিৎ সিং

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    করোনা পজিটিভ হয়েছেন গায়ক অরিজিৎ সিং। সংক্রমিত হয়েছেন তাঁর স্ত্রীও। দু’জনেই কোয়ারেন্টাইনে রয়েছে। শনিবার সন্ধেয় ফেসবুক পোস্ট করে নিজেই এই খবর দিয়েছেন অরিজিৎ। তার পর থেকে অরিজিৎ ও তাঁর পরিবারের দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা। অরিজিৎ জানিয়েছেন, তাঁদের কোনও উপসর্গ নেই। শারীরিক অবস্থাও স্থিতিশীল। তাই আপাতত হোম আইসোলশনে রয়েছেন দু’ জনেই। উল্লেখ্য, গত বছরই করোনায় মাকে হারিয়েছেন অরিজিৎ। করোনা মুক্ত হওয়ার পরও তিনি অসুস্থ ছিলেন। একাধিক কো-মর্বিডিটি থাকায় একমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শেষপর্যন্ত লড়াই জেতা যায়নি। গত বছর প্রয়াত হন অরিজিৎ সিংয়ের মা।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ৮ই জানুয়ারি ২০২২
     

    3/related/default