Type Here to Get Search Results !

তোমার আরাধনায়.....সেখ আব্দুল মান্নান,কলকাতা

তোমার আরাধনায়.....


ছায়া মায়া মমতা ঘেরা পৃথিবীতে

বিশ্বাস আশ্বাসে বাঙ্ময়, 

অগ্নি বায়ু জল প্রাকৃতিক ঐশ্বর্যের

 দৈব প্রতিভূ‌ শত সহস্র দেব দেবীর

 আরাধনায় মগ্ন 

আদম ইভের বংশধরেরা,

অনাদি অনন্ত কাল ধরে।


বিজ্ঞান আর বিশ্বাসের দূরন্ত দ্বৈরথ

আকাশ বাতাস মন্থন করলেও

অদৃশ্য অশীরিরী শক্তির উপাসনায়

 চরাচর সদা মশগুল।


আবিষ্কারের শীলমহর দেওয়ার আগে

উপাস্য দেবতাকে স্মরণ করে বিজ্ঞানী 

নিজের অজান্তেই,

মসিবত মোচনের তাবিজে শেষ গিঁট

বাঁধতে বাঁধতে দুচোখ বন্ধ করে

হুঁজুরের সুন্নত মুখ‌ স্মরণ করে

ফকির মুসাফির।


যতমত ততপথের দুনিয়ায় 

তুমিই সর্বের সর্বা,

বীর বিক্রম পরাক্রমশালী দেবকূলে

তুমি অনন্যা অনড়, বিদ্যালোকে

ভিজিয়ে দিতে

জগতের বুদ্ধির ঊষর ভূমি।


শ্রীপঞ্চমীর পুণ্যক্ষণে দিকে দিকে 

বিভোর‌ শিক্ষানবিশ তোমার চরণ চুমে,

সুর অসুরের কুশিলবরা মাগে

তোমার করুণা।


সেখ আব্দুল মান্নান 

কলকাতা


৫ই ফেব্রুয়ারি ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.