আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাজেটের কপি পুড়িয়ে বামপন্থী গণ সংগঠনগুলির বিক্ষোভঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    কেন্দ্রীয় সরকারের ২০২২-২৩ অর্থবছরের বাজেটের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বামপন্থী ছাত্র যুব ও নারী সংগঠনগুলো রাজ্য কমিটির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। আর বুধবার বিভিন্ন অঞ্চল কমিটির উদ্যোগে জায়গায় জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে।


    গণতান্ত্রিক নারী সমিতি, গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন এবং ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নের রামনগর- কৃষ্ণ নগর অঞ্চল কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। সেইসঙ্গে বাজেটের কপিও পড়ানো হয়েছে। উক্ত কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় নারী নেত্রী রমা দাস, শুভাশিস গাঙ্গুলীসহ অন্যান্য কার্যকর্তাদের। এদিকে উক্ত সংগঠনগুলির জয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এরা বিক্ষোভ দেখায় মেলারমাঠস্থিত ভানু স্মৃতি ভবনের সামনে। বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন অঞ্চলভিত্তিক এদিন এই কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৯ই ফেব্রুয়ারি ২০২২
     

    3/related/default