Type Here to Get Search Results !

আগরতলায় টানা ১২ ঘন্টা ব্যাপী ধ্রুপদী সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ঐতিহ্যমণ্ডিত সর্বভারতীয় ধ্রুপদী সাংস্কৃতিক সংগঠন 'ক্লাসিক'এর উদ্যোগে বসন্ত উৎসব উদ্যাপনের অঙ্গ হিসেবে অন্যান্য বছরের মতো এবছরও ত্রিপুরায় সপ্তাহব্যাপী রুপী সাংস্কৃতিক সমারোহ, বারো ঘণ্টা ব্যাপী টানা ধ্রুপদী সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা,দুঃস্থ ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান, মুঃস্থ শিল্পীদের বাদ্যযন্ত্র প্রদান এবং গুণী শিল্পীদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে।

আগামী ২৬ মার্চ শনিবার আগরতলা মুক্তধারা মিলনায়তনে সকাল ৯.৩ মিনিট থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত বারো ঘণ্টাব্যাপী টানা ধ্রুপদী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। ওইদিনই সন্ধ্যা পাঁচটায় মুক্তধারা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পরের দিন ২৭ মার্চ খোয়াই টাউন হলে ক্লাসিক আয়োজিত ধ্রুপদী সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল চারটায় উদ্বোধন করবেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ রেবতী ত্রিপুরা। বৃস্পতিবার ক্লাসিক এর পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানানে হয়। দেশের প্রতিথযশা যে সমস্ত শিল্পীবৃন্দ আগরতলা এবং খোয়াই এর ধ্রুপদী অনুষ্ঠানে অংশ নেবেন তাদের মধ্যে অন্যতম হলেন সানাই এর উস্তাদ হায়দর হাসান খান, তবলায় পণ্ডিত সুজিত সাহা, মণিপুরী নৃত্যে রিপা দেবী, সরোদে তরুণ কলিতা, তবলায় সুমন ঘোষ, ধ্রুপদে হরিনাথ ঝাঁ, পাখোয়াজে ঘণশ্যাম শৰ্মা, তবলা পণ্ডিত অরবিন্দ আজাদ, হারমোনিয়ামে শান্তনা গোস্বামী, বাঁশিতে পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন, ভায়োলিনে পণ্ডিত সন্তোষ নাহার, ধ্রুপদী সংগীতে প্রকাশ এবং দীপক মিশ্র, তবলায় বিশ্বজিত দেব, কথক নৃত্যে শ্রীমতি পারমিতা মৈত্র, এবং শ্রীতমা ব্যানার্জী। বাইরের শিল্পীদের পাশাপাশি রাজ্যের গুণী শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন। আগরতলায় সর্বভারতীয় এই গুণী শিল্পীদের অনুষ্ঠান উপভোগ করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে ছিলেন ক্লাসিকের সম্পাদক বিশ্বজিৎ দেবসহ অন্যান্যরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৪শে মার্চ ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.