আগরতলা-আখাউড়া সীমান্তে নির্মাণ করা হচ্ছে লাইট হাউস। কেন্দ্রীয় প্রকল্পের লাইট হাউস নির্মাণের কাজ প্রায় শেষের পথে। গরিব অংশের মানুষ স্বল্পমূল্যে এখানে থাকার সুযোগ পাবেন। আবাসন প্রকল্পে যেন কোন প্রকার অনিয়ম না ঘটে তার জন্য মঙ্গলবার লটারির মাধ্যমে বেনিফিশিয়ারিদের মধ্যে ঘর বন্টন করা হয়। মুক্তধারা হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে গরীব মানুষের জন্য লাইটহাউস নির্মাণ করা হচ্ছে। কাজ প্রায় শেষের পথে। কোন একটি ঘর একাধিক মানুষের পছন্দ হতেই পারে। তাই কারোর মধ্যে যেন ক্ষোভ বিক্ষোভ না থাকে তার জন্য এই লটারির আয়োজন।
তাছাড়া বেনিফিশিয়ারিদের ঘর নেওয়ার জন্য ঋণ পেতে যেন সুবিধা হয় সেই বিষয়টিও রাজ্য সরকার দেখছে বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা।৫ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে এখানে আবাসন পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। এদিন ৭৮৫ পরিবারের মধ্যে লটারি হয় বলে জানা গেছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৯শে মার্চ ২০২২