আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতেরঃ আরশিকথা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    রবিবার মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের  সফল পরীক্ষা চালালো ডিআরডিও , যেটি দেশের আকাশপথের প্রতিরক্ষায় কার্যকরী হবে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জানিয়েছে, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ওড়িশার বালেশ্বর উপকূলে এই পরীক্ষা চালানো হয়েছে। ডিআরডিও-র বিবৃতিতে বলা হয়, “MRSAM-আর্মি মিসাইল সিস্টেমের ক্ষেপণাস্ত্রটি ওড়িশার ITR বালেশ্বরে পরীক্ষা করা হয়েছে। এটি আকাশসীমায় থাকা উচ্চগতির লক্ষ্যবস্তুকে বাধা দিতে পারে। এদিনের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির সরাসরি আঘাতে লক্ষ্যবস্তুকে ধ্বংস করা হয়েছে।” ডিআরডিও-র আধিকারিকরা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি বহু দূরের লক্ষ্যবস্তুকেও নির্ভুল নিশানায় আঘাত করতে পারে। উল্লেখ্য, একের পর এক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে আধুনিক যুদ্ধে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ভারত। গত বুধবারই ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয় আন্দামান ও নিকোবরে। গত মাসেই আরও একটি নতুন প্রযুক্তির ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওড়িশার বালেশ্বর উপকূলেই ওই ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছিল।

    তথ্যসুত্রঃ ইন্টারনেট


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৭শে মার্চ ২০২২
     

    3/related/default