Type Here to Get Search Results !

এক যাত্রীর রোজা রাখার খবর জানতে পেরে ইফতারের ব্যবস্থা করল ভারতীয় রেল

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


চলন্ত ট্রেনে মুসলিম ধর্মাবলম্বী এক যাত্রীর জন্য ইফতারের ব্যবস্থা করলেন রেলকর্মীরা। যার পর রেলের ব্যবহারে আপ্লুত যাত্রী নিজেই এই ঘঠনা টুইটারে শেয়ার করলেন। নেটিজেনরা বলছেন, এটাই আসল ভারতবর্ষ। ওই যাত্রীর নাম শাহনাওয়াজ আখতার। তিনি ধানবাদ থেকে চেপেছিলেন হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসে। তখন সন্ধেবেলা। নিয়ম মতো ওই সময় চা ও জলখাবার পরিবেশন করছিলেন রেলকর্মীরা। শাহনাওয়াজকেও তা দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি মানা করেন। রেলকর্মীকে জানান, তাঁকে যেন খানিক বাদে চা দেওয়া হয়, যেহেতু তিনি উপবাসে রয়েছেন। যাত্রীর এই কথাতেই রেলকর্মী বুঝে যান শাহনাওয়াজ রোজা রেখেছেন। বিষয়টি নিশ্চিত করে ইফতারের নির্দিষ্ট সময় তাঁর জন্য রোজা ভাঙার উপযোগী খাবারের ব্যবস্থা করেন রেলকর্মীরা। যে ঘটনায় মুগ্ধ হন শাহনাওয়াজ। গোটা ঘটনা জানিয়ে, রেলের প্রশংসা করে টুইট করেন শাহনাওয়াজ। সঙ্গে দেন খাবারের প্লেটের ছবি। পোস্টটি রেলমন্ত্রীকে ট্যাগ করে শাহনাওয়াজ লেখেন, “ইফতারের জন্য ধন্যবাদ ভারতীয় রেলকে। আমি ধানবাদ থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসে উঠেছিলাম। আমাকে জলখাবার দেওয়া হচ্ছিল। প্যান্ট্রির কর্মীকে অনুরোধ করি, যেহেতু রোজা রেখেছি, তাই একটু দেরিতে চা দেওয়া হোক আমাকে। তিনি জিজ্ঞাসা করেন, ‘আপ রোজা হ্যায়?’ আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। পরে আমার জন্যে ইফতারের খাবার পাঠানো হয়।” শাহনাওয়াজের টুইটটিকে রিটুইট করেন রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোস। তিনি জানান, শাহনাওয়াজের টুইট দেখে ভারতীয় রেল পরিবারের সকলে খুশি হয়েছেন। লেখেন, এটাই প্রধানমন্ত্রীর সব কা সাথ, সব কা বিকাশ এবং সব কা বিশ্বাস নীতির প্রকৃত উদাহরণ।


তথ্যসূত্রঃ ইন্টারনেট


আরশিকথা দেশ-বিদেশ

২৭শে এপ্রিল ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.