আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঈদের গান " - সেখ আব্দুল মান্নান

    আরশি কথা

    ঈদের গান " 
     


    এসেছে ঈদ এসেছে 

    এসেছে ঈদ এসেছে

    একমাস রমযানের শেষে

    দেখ ভাই ঈদ এসেছে

    এসেছে ঈদ এসেছে….


    সন্ধ্যা আকাশের কোলে

    দেখ বাঁকা চাঁদ দোলে

    তাই না দেখে ছেলে বুড়ো

    আনন্দেতে পড়ছে ঢলে

    এসেছে ঈদ এসেছে…


    সকাল হলেই সবাই মিলে

    হাওয়ার বুকে আতর ঢেলে

    করতে আদায় ঈদের নামাজ

    ঈদগাহে যাবে দলে দলে

    এসেছে ঈদ এসেছে…


    ঈদের নামাজ পড়া হলে

    মিলবে সবাই‌ গলে গলে

    জানাবে সবে ঈদ মোবারক

    যা কিছু ভেদাভেদ ভুলে

    এসেছে ঈদ এসেছে…


    এই ঈদেতে করব শপথ

    আর কখনো হবো না বিপথ

    গড়তে হবে প্রেমের মিনার

    ঈদ মোবারক সবে অধিকার

    এসেছে ঈদ এসেছে…

    __________


    - সেখ আব্দুল মান্নান

    ৩রা মে ২০২২

    3/related/default