আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কোভিডে অনাথদের জন্য বড় ঘোষণা মোদীর - মাসিক ৪ হাজার টাকা, বিনামূল্যে চিকিৎসা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    করোনা অতিমারির সময় যে শিশুরা তাদের বাবা-মা উভয়কে হারিয়ে অনাথ হয়ছে, তাদের প্রতি মাসে চার হাজার টাকা করে দেওয়া শুরু করল সরকার। আজ এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম’-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিডে অনাথ শিশুদের অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা পাঠান। পাশাপাশি ১৮-২৩ বছর বয়সি পড়ুয়াদের হাতে এই প্রকল্পের পাস বই তুলে দেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠান থেকে ঘোষণা করেন, ‘কোভিড অতিমারিতে বাবা-মাকে হারানো শিশুদের দৈনন্দিন চাহিদা মেটাতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চার হাজার টাকা দেওয়া হবে। যদি কারও পেশাগত কোর্স বা উচ্চশিক্ষার জন্য ঋণের প্রয়োজন হয়, তাহলে পিএম কেয়ার্সের মাধ্যমে তাতেও সাহায্য করা হবে৷’ মোদী বলেন, ‘এই শিশুরা যখন তাদের স্কুলের পড়াশোনা শেষ করবে, তখন ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য আরও অর্থের প্রয়োজন হবে। এর জন্য ১৮ থেকে ২৩ বছরের যুবক-যুবতীরা প্রতি মাসে বৃত্তি পাবেন এবং সেই পড়ুয়ার বয়স ২৩ বছর হয়ে গেলে সেই পড়ুয়াকে একসাথে ১০ লাখ টাকা দেওয়া হবে।’ পাশাপাশি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন সূত্রে খবর, পিএম কেয়ার স্কিমের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে প্রতি কোর্সে দুটি করে আসন সংরক্ষণ করা হচ্ছে। মোদী এদিন বলেন, কোভিডে অনাথ শিশুরা ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবে। এর জন্য আয়ুষ্মান স্বাস্থ্য কার্ডও দেওয়া হচ্ছে তাদের। উল্লেখ্য, কোভিডে অনাথ শিশুদের কথা মাথায় রেখেই মোদী সরকার ২০২১ সালের ২৯ মে কার্যকর করেছিল পিএম কেয়ার চিল্ড্রেন স্কিম। এরপর থেকে এই প্রকল্পের মেয়াদ দফায় দফায় বাড়ানো হয়। পিএম কেয়ার্সের এই স্কিমের আওতায় ২০২০ সালের ১১ মার্চের সময়কাল থেকে কোভিডে অভিভাবক হারানো শিশুদের সাহায্য করা হয়।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্র ও ছবিঃ সৌজন্যে আরশিকথা

    ৩০শে মে ২০২২
     

    3/related/default