আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিদের জন্য ৮০০ কেজি আম পাঠালেন পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা

    আরশি কথা

    আবু আলী ঢাকা, আরশিকথা ॥ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারাবাহিকতায় এবার ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাসহ রাজ্যের বিশিষ্টজনদের জন্য ৮০০ কেজি উপহার হিসেবে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের ৮০০ কেজি আম ত্রিপুরায় পাঠানো হয়। এর আগে ত্রিপুরার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আনারস পাঠিয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে সিনিয়র সহকারী সচিব(সফর) দত্তশ্রী রাজীব কুমার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে সোমবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা মেট্রো ন ১৭-৬৯০১ নং ছোট একটি কাভার বেন গাড়িতে ১৬০ কার্টুন আমের চালানটি আখাউড়া স্থলবন্দরের নোম্যান্সল্যান্ডে পৌঁছায়। ভারতের আগরতলা নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ আমের চালানটি গ্রহণ করেন। আনুষ্ঠানিকতা শেষে ভারতে মেট্রো ন ১৭-৬৯০১ নং পিকাপ গাড়ীতে আমের চালানটি তুলে দেওয়া হয়। মোট ১৬০ টি কার্টুনে ৫ কেজি করে ৮০০ কেজি বাংলাদেশের বিখ্যাত আম্রপালি জাতের আম রয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের আম ত্রিপুরায় পাঠানোর সময় আখাউড়া স্থলবন্দরের নোম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন, আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারি হাই কমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী, এস এম আসাদুজ্জামান,আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা জাকারিয়া, এন এস আই এর সহকারী পরিচালক আবু হেনা, ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল ইসলাম, স্থলবন্দরের ব্যবসায়ী রাজিব উদ্দিন ভূইয়া প্রমুখ। ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সরকারি রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বন্ধুপ্রতিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও আপনজনদের মাঝে ইলিশ মাছ, আম এসব উপহার নিয়মিত দিয়ে থাকেন। বন্ধুত্বময় আত্মার সম্পর্ক এটার একটা উদাহরণ হচ্ছে নিয়মিত উপহার বিনিময়। এ উপহার দু'দেশের সৌহার্দ্য ও সম্প্রীতিময় সম্পর্ককে আরও দৃঢ় করবে। প্রসঙ্গত প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সৌহার্দ ও সম্প্রীতির ধারাবাহিকতায় ভারতের ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে এক মেট্রিক টন আম্রপালি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রীদের উপহার হিসেবে আম পাঠিয়েছিলেন। বাংলাদেশে আমের ভরা মৌসুমে পাঠানো এ আম দুটি দেশের বন্ধুত্বের একটি স্মারক। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৬০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম পাঠিয়েছিলেন।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ
    ২০শে জুন ২০২২
     

    3/related/default