Type Here to Get Search Results !

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঃ বাংলাদেশ

আবু আলী, ঢাকা, আরশিকথা ।।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১১-২০তম গ্রেডের কর্মচারীদের "ফাউন্ডেশন ট্রেনিং ফর দ্যা ইমপ্লোই" শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ৭ জুন মঙ্গলবার সকাল ৯.০০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-২-এ প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) বিজন কুমার। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রভাষক ড. মোহাম্মদ তানভীর আহমেদ ও বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম এবং পল্লী উন্নয়ন এ্যাকাডেমি বগুড়া অঞ্চলের পরিচালক ড. মোঃ নুরুল আমিন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৭ই জুন ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.