আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মা" - শঙ্খশ্রী দেববর্মা, ত্রিপুরা

    আরশি কথা

    মা"


    ছোট্ট ছিলাম ভালো ছিলাম ,ছিলাম মা এর কোলে ;


    ছোট ছোট প্রজাপতির মত যেন উরে বেরাতাম , নানান ফুলে ফুলে ।

     

    চিন্তা নাই,  ভাবনা নেই,  নেই কোনো চাহিদা;

    মা এর কাছে ছিলাম যেন অতি সুখে , সবার থেকে আলাদা 


    খেলতাম আর ঘুরতাম কত , কত যে করতাম মজা;

    দিন শেষে জমানো কথা বলতে, সেই মা এর কাছেই আসা❤।


    মা যে আমার ভীষণ প্রিয়, , প্রিয় একজন মানুষ ;

    চেয়েছিলাম মা যেন সারাজীবন আমার কাছে থাকুক ।


    আমি তখনও ছিলাম অনেক ছোট, ছোট আমার মা এর কাছে ,

    একটা সময় জানলাম মা যে রবে না বেশিদিন আমাদের মাঝে ।


    রাত যায়, সূর্য আসে  ; আসে নতুন প্রভাত;

    মাতৃ হারা জীবনের কখনো যে ফুরায় না রাত ।



    আজও মনে পরে , পরে সেই স্মৃতি ;

    নিজের অসুস্থতার মাঝেও মা এর আমার প্রতি প্রীতি ।


    মা যে আমার গেল,  গেল যে চলে

    অচিন দেশে আমায় রেখে চিরতরে


    আজও বাজে কানে মা, মা বলে আমায় দিতে যে ডাক ;

    রাতে আমি জেগে ওঠতাম হয়ে হঠাত্ অবাক ।


    এখন বর হলাম , হলাম নিজে মা;

    বুঝি যে মায়ের হয় না কোনো  তুলনা।


    মা কে হারিয়েছিলাম, ছিলাম কষ্টে ঘিরে;

    বাধ্য হয়ে মা তাই মেয়ে হয়ে আবার এল ফিরে ।


    - শঙ্খশ্রী দেববর্মা, ত্রিপুরা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ৭ই আগস্ট ২০২২

     

    3/related/default