এখন আর মার খাওয়া নয়।এবার আক্রমণ হলে পাল্টা প্রতিরোধ হবে। রবিবার বামপন্থী ছাত্র - যুবদের মিছিল সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বামপন্থী ছাত্র যুবরা।
এদিন যোগেন্দ্রনগর বিদ্যাসাগর বাজার এলাকা থেকে নয় দফা দাবিতে এস এফ আই এবং ডি ওয়াই এফ আই - র ডাকে এক মিছিল সংগঠিত হলো ।বিদ্যাসাগর বাজার থেকে মিছিলটি বনকুমারী বাজার হয়ে পঞ্চবটি বাজারে এসে এক পথ সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন যুব নেতা পানু ঋষিদাস, অমিতাভ কর্মকার, প্রশান্ত ভৌমিক ও শ্যামল কর্মকার, ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব এবং ডুকলি বিভাগের সভাপতি অরিন্দম বিশ্বাস।বক্তাদের প্রত্যেকের অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই। নির্বিবাদে শাসক দলের নামধারী সন্ত্রাস তান্ডব চালিয়েছে রাজ্য জুড়ে। তাদের অভিযোগ, নির্যাতনের শিকার বামপন্থীরা।বক্তারা প্রত্যেকেই শাসক দলের ব্যাপক সমালোচনা করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১১ই সেপ্টেম্বর ২০২২