Type Here to Get Search Results !

দেশের ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাংকিং ইউনিটের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদি

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার দেশের ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাংকিং ইউনিটের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন অনলাইনে ওই উদ্বোধনের পর ভারচুয়াল ভাষণে মোদি বলেন, এর ফলে আমজনতা ন্যূনতম ডিজিটাল পরিকাঠামোয় সর্বোচ্চ পরিষেবা পাবেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংকিং ব্যবস্থাকে গরিবের দরজায় পৌঁছে দেওয়াই লক্ষ্য তাঁর সরকারের। তিনি বলেন, এই পরিষেবার ফলে কাগজপত্র ও অন্যান্য ঝামেলার হাত থেকে রেহাই মিলবে। একদিকে যেমন নানা সুবিধা পাওয়া যাবে, তেমনই শক্তিশালী ডিজিটাল ব্যাংকিং সুরক্ষাও পাবেন গ্রাহকরা। মোদি বলেন, তাঁর সরকার দু’টি জিনিসের উপর কাজ করতে চায়। একটি হল, ব্যাংকিং ব্যবস্থার উন্নতি। অন্যটি হল আর্থিক লেনদেনে স্বচ্ছতা। তাঁর কথায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যাংকগুলিকে গরিবের দরজায় পৌঁছে দেব। আর এটা করতে গেলে প্রথমেই গরিব মানুষ ও ব্যাংকের মধ্যে দূরত্ব কমাতে হবে। আমরা শারীরিক দূরত্ব ও মানসিক দূরত্ব কমাতে চাই। এটাই প্রধান বাধা। উল্লেখ্য,এই ৭৫টি ডিজিটাল ব্যাংকিং ইউনিটের মধ্যে ত্রিপুরায়ও দুটি ইউনিট চালু হয়েছে।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্র ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৭ই অক্টোবর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.