আবারো সিএনজি এবং পিএনজি এর দাম বাড়ানো হয়েছে। এমনিতেই দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে সাধারণ নিম্ন মধ্যবিত্তদের নাভিশ্বাস অবস্থা। এর মধ্যেই কিছুদিন পরপর সিএনজি এবং পিএনজি এর দাম বেড়ে চলেছে। এর ফলে সরাসরি প্রভাব পড়ছে সাধারণ জনগণের হেঁসেলে। আর্থিক সমস্যায় পড়ছেন তারা।
এই অবস্থায় প্রতিবাদে এগিয়ে এসেছে এসইউসিআই। সিএনজি এবং পিএনজি এর উপর বর্ধিত মূল্য প্রত্যাহারে দাবিতে এসইউসিআই বিক্ষোভ কর্মসূচি পালন করে বটতলা এলাকায়।সোমবার সকালে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। তাঁদের দাবি অবিলম্বে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিএনজি এবং পিএনজি বর্ধিত মূল্য প্রত্যাহার করে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১০ই অক্টোবর ২০২২