শুরু হয়েছে পশ্চিম জেলা ভিত্তিক কলা উৎসব। দুই দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান। বুধবার মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অন্তরা দেব সরকারসহ শিল্প দপ্তরের আধিকারিকরা। সমগ্রশিক্ষা অভিযানের পশ্চিম জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর অফিস এর তরফে এই জেলা ভিত্তিক কলা উৎসবের আয়োজন করা হয়। মহকুমা স্তরে সফল প্রতিযোগীরা জেলা ভিত্তিক কলা উৎসবে অংশ নেয়। অনুষ্ঠান ঘিরে শিল্পীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জেলা স্তরের পর হবে রাজ্যস্তরের কলা উৎসব।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৯ই নভেম্বর ২০২২