রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, নেশার রমরমা এবং শিশু, নারী ও ছাত্রীদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হল এসএফআই।
রবিবার আগরতলায় প্রতিবাদ মিছিল করে এরা। মিছিলটি শুরু হয় মেলার মাঠ থেকে। মিছিলে ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। নেশা জাতীয় দ্রব্যের রমরমা, শিশু ও নারী নির্যাতন এবং আইনশৃঙ্খলার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আহ্বান জানায় এসএফআই নেতৃত্ব। তারা এর জন্য বিজেপি সরকারের এবং শাসকদলের তীব্র সমালোচনা করেন।প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিএমের প্রায় সবক'টি গণসংগঠন মাঠে নেমে পড়েছে। চলছে বিভিন্ন আন্দোলন কর্মসূচি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২৭শে নভেম্বর ২০২২