বেকারদের কর্মসংস্থানসহ ৪ দফা দাবিতে আগরতলায় মিছিল করলো বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ।
বুধবার তাদের এই মিছিল শুরু হয় মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনের সামনে থেকে। উক্ত কর্মসূচিতে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। শিক্ষা দপ্তরসহ বিভিন্ন দপ্তরগুলিতে শূন্য পদ অবিলম্বে পূরণ করা, গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষার ফল অবিলম্বে প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাসহ আরো কয়েকটি দাবি উত্থাপন করা হয়। নবারুণ জানান, সরকার বেকারদের স্বার্থে দাবিগুলি পূরণ না করলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৬ই নভেম্বর ২০২২