Type Here to Get Search Results !

রাজ্যপালের কাছে ইস্তফাপত্র ।। ফের শপথ নেবেন ১২ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ

সমস্ত রেকর্ড ভেঙে গুজরাটে এবার অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি। ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসনে জিতেছে বিজেপি। জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নির্বাচনে জয়লাভের পরবর্তী দিন শুক্রবার প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল আচার্য দেবব্রতর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। তিনি পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আগামী ১২ ডিসেম্বর, সোমবার। আগামী সোমবার দুপুর দু''টো নাগাদ গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ শীর্ষ বিজেপি নেতারা।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৯ই ডিসেম্বর ২০২২


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.