বিরোধী রাজনৈতিক দলগুলি জোট কিংবা আসন সমঝোতা নিয়ে বিভ্রান্তিকর অবস্থার মধ্যেই ব্যাপক প্রচার চালিয়েছে বিজেপি প্রার্থীরা। রোজ সকালে বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারে বের হচ্ছেন। ৬ নং আগরতলা কেন্দ্রে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুদীপ রায় বর্মনের মুখোমুখি হয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত।
বুধবার তিনি আগরতলা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি প্রচার করেন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী স্বয়ং এই কেন্দ্রে পাপিয়ার হয়ে প্রচারে নেমেছেন। ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পরিলক্ষিত হয়। পাপিয়া জানান জনগণের মধ্যে খুব ভালো সাড়া পাচ্ছেন। জয় নিয়ে একশ শতাংশ আশাবাদী তিনি। যুবা থেকে প্রবীণ সব বয়সীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি করেন এই বিজেপি প্রার্থী।এদিকে বড়জলা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ দিলীপ দাস এদিন সকালে ভোটারদের ঘরে ঘরে যান। ভোট প্রচারে ব্যস্ততার মাঝে প্রার্থীর ডাঃ দাস বলেন, বিজেপির ভয়ে ভীত হয়ে দুই দুর্বল একসঙ্গে হয়েছে। তাতে কিছু লাভ হবে না। এতদিন বলা হতো দিল্লিতে দোস্তি, আর রাজ্যে কুস্তি। এখন তা বাস্তবে সঠিক প্রমাণিত হলো। মানুষ উন্নয়নের ধারা বজায় রাখতে বিজেপির সঙ্গে আছে বলে দাবি করেন তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১লা ফেব্রুয়ারি ২০২৩