Type Here to Get Search Results !

আগরতলা শূন্য মাইলফলক এবং বীরবিক্রম চৌমুহনীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


কামান চৌমুহনী সংলগ্ন রাজপ্রাসাদের সরল রেখায় অবস্থিত চৌমুহনীটির নামকরণ করা হল মহারাজা বীরবিক্রমের নামে। এখন থেকে এই চৌমুহনীটি বীরবিক্রম চৌমুহনী হিসেবেই পরিচিত হবে। এবং আগরতলার শূন্য মাইলফলকটি এই জায়গাতেই অবস্থিত। শুক্রবার মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল আগরতলা শূন্য মাইলফলক এবং বীরবিক্রম চৌমুহনীর।

আগরতলাকে কেন্দ্র ধরে রাজ্যের বিভিন্ন স্থানের দূরত্ব নির্ধারণ করা হয়। কিন্তু কোথায় সে আগরতলার শূন্য মাইলফলক ? এ নিয়ে কৌতুহল ছিল। কিন্তু সেই মাইলফলকের অবস্থান অনেকের জানা ছিল না। রাজধানীর কামান চৌমুহনী সংলগ্ন রাজবাড়ি থেকে সোজা যে চৌমুহনীটি রয়েছে সেখানেই ছিল মাইলফলকটি। কিন্তু সেই চৌমুহনীটির কোনও নাম ছিল না। এদিকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেছেন, দীর্ঘদিন তাঁর একটি স্বপ্ন ছিল এই চৌমুহনীটির নাম যেন মহারাজা বীরবিক্রমে নামে করা হয়। তিনি এখন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে তাঁর কাছে সুযোগ রয়েছে। আর এই সুযোগকে কাজে লাগানোর পাশাপাশি স্বপ্নেরও বাস্তবায়ন করলেন তিনি। সে সাথে নতুন নাম হল চৌমুহনীটির। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই চৌমুহনীটির উদ্বোধন করেছেন। সে সাথে চৌমুহনীর উপর মহারাজা একটি মর্মর মূর্তিও স্থাপন করা হয়েছে। এদিন মাইল ফলক উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার,পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবসহ এলাকার বিশিষ্টজনেরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

৩১ মার্চ ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.