আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী : বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে নানা আয়োজন

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে বিভিন্ন বয়সী শিশুদের "বসে আঁকো প্রতিযোগিতা”, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ মার্চ সকাল ৯ টা থেকে শুরু হবে "বসে আঁকো প্রতিযোগিতা” এবং একই দিন ১১ টায় পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় "ক-বিভাগ" (৬ বৎসর বয়স পর্যন্ত), বিষয়-মনের মত ছবি। "খ-বিভাগ" (৭ থেকে ৯ বৎসর বয়স পর্যন্ত), বিষয়- বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যাবলী। "গ-বিভাগ” (৯ থেকে ১২ বৎসর বয়স পর্যন্ত), বিষয়- বঙ্গবন্ধুর ছবি, অংকন করতে হবে। “বসে আঁকো প্রতিযোগিতায়” আঁকার কাগজ সহকারী হাইকমিশন কর্তৃপক্ষ সরবরাহ করবে। তবে আঁকার সামগ্রী প্রতিযোগীদের নিয়ে আসতে হবে। "বসে আঁকো প্রতিযোগিতা" শুরুর আগে বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে সকাল ৮:৩০ মিনিটে বাংলাদেশের পতাকা উত্তোলন, বাণী পাঠ এবং পরে জাতির পিতার প্রতিকৃতিতে সহকারী হাইকমিশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। উল্লেখ্য, পুরস্কার বিতরণীর পূর্বে বিশেষ দোয়া ও প্রার্থনা এবং বঙ্গবন্ধুর জীবন, কর্মধারা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শেষ পর্বে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৯ই মার্চ, ২০২৩
     

    3/related/default