Type Here to Get Search Results !

অধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিলেন শাসকদল এবং বিরোধী দলের প্রার্থীরা ঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


২৩ মার্চ নির্ধারিত সূচি অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা। অধ্যক্ষ নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শাসকদলের প্রার্থী করা হয়েছে বিশ্ববন্ধু সেনকে। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী করা হয়েছে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়কে।
এই প্রসঙ্গে বিধানসভার সচিব বি পি কর্মকার জানিয়েছেন মনোনয়ন জমার দিন গোপাল রায়ের জন্য  একটি নমিনেশন এবং বিশ্ববন্ধু সেনের জন্যয় তিনটি নমিনেশন জমা পড়েছে। অর্থাৎ দুইজন প্রার্থীর জন্যন চারটি  নমিনেশন জমা পড়েছে। দুপুর একটা পর্যন্ত চলে নমিনেশন জমা দেওয়ার কাজ। আগামীকাল অর্থাৎ ২৪ মার্চ সকাল এগারোটায় হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিকে জয়ের জন্য উভয় শিবিরই প্রত্যয় ব্যক্ত করেছে। শাসকদলের প্রার্থী বিশ্ববন্ধু সেন জানিয়েছেন দলের সমস্ত বিধায়করা তাকে জয়যুক্ত করবেন। উল্লেখ্য  ধর্মনগর  বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন সদ্যশ সমাপ্ত রাজ্য দ্বাদশ বিধানসভার উপাধ্যনক্ষ হিসেবে কাজ করেছেন। এবং অধ্যক্ষ ছিলেন রতন চক্রবর্তী। তাঁকে দল এবার প্রার্থী করেনি। 
অন্যদিকে বিরোধী দলের প্রার্থী করা হয়েছে গোপাল চন্দ্র রায়কে। তিনি তাঁর জয় নিয়ে  আশা ব্যক্ত করেছেন। এদিকে বিরোধী দল সিপিআইএম, কংগ্রেস এবং মথার সমর্থনে গোপাল রায়কে প্রার্থী করা হয়েছে বলে দাবি করা হলেও মনোনয়ন জমা দেওয়ার সময় কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম নেতাদের দেখা গেলেও মথার কোনো নেতাকে দেখা যায়নি মনোনয়ন জমা দেওয়ার সময়।

এদিকে বিশ্ববন্ধু সেনের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, সুধাংশু দাস, টিঙ্কু রায়, শান্ত্বনা চাকমাসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৩ মার্চ ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.