ফরিদপুর মুসলিম মিশন এর প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ২০ (এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় বেসিক ব্যাংকের চতুর্থ তালায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মাওঃ ইমারত হোসেন এর সভাপতিত্বে ও সুজন মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা আঃ রহিম পবিত্র রমজানের শিক্ষানীয় বিশেষ দিক নিয়ে সমিতির সদস্যদের আলোকপাত করেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শহিদুল ইসলাম ।
প্রফসর শেখ মহিউদ্দিন ছাত্র কল্যাণ সমিতির শক্তিশালী সংগঠন তৈরীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত মাহমুদুল হাসান আক্কাস। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ সমিতির জেলা আইন বিষয়ক সম্পাদক আলী আকবর হোসেন। আইটি বিষয়ক সম্পাদক মীর সোহেল।প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সদস্যগণের আব্দুল মতিন,মোঃ মিলন,মোঃ মামুনুর রহমান, আবু সালমান সনি,মোঃ ফরিদ আহমেদ,মোঃ জামাল,মোঃ ফিরোজ,মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২১ এপ্রিল ২০২৩