রাজ্যে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে এবং রাজ্যকে মাছ চাষে স্বয়ম্ভর করে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয় মৎস্য দপ্তরে। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে হয় এই বৈঠক। বৈঠকে রাজ্য সরকারের পরিকল্পনাসহ মৎস্য দপ্তরের বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। গোটা রাজ্যের মৎস্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে হয় এই বৈঠক।
সেখানে মন্ত্রী বলেন, মাছের ঘাটতি পূরণের জন্য এখনও আমাদের বহিঃরাজ্যের উপর নির্ভর করতে হয়। আগামীদিনে যেন রাজ্যে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয় সে দিকটা লক্ষ্য রেখে রাজ্যে মৎস্য দপ্তর কাজ শুরু করেছে। পাশাপাশি মৎস্য দপ্তরের কর্মচারীদের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনারও আবেদন করেছেন মন্ত্রী সুধাংশু দাস।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৪ এপ্রিল ২০২৩