শুক্রবার সারা বিশ্বে পালিত হল খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে হল পবিত্র সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ দিন।
এই উৎসব “পবিত্র শুক্রবার”, “কালো শুক্রবার”, “মহান শুক্রবার” নামেও পরিচিত। বাইবেল অনুযায়ী, যীশুখ্রিষ্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুদিন হিসেবে গুড ফ্রাইডে পালন করা হয়। এটি সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য একটি বিশেষ দিন।
গুড ফ্রাইডে ইস্টারের আগে শুক্রবারে অনুষ্ঠিত হয়, এর তারিখ প্রতি বছর পরিবর্তিত হয়। প্রতি বছরের মতো এবারও মরিয়মনগর ব্যাপটিস্ট চার্চে পালিত হল গুড ফ্রাইডে। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা সভার। ভগবান যীশুর অবয়ব ক্রুশবিদ্ধ করা হয়। উপস্থিত সকলে যোগ দেন প্রার্থনা সভায়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৭ এপ্রিল ২০২৩