Type Here to Get Search Results !

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত ডঃ বি আর আম্বেদকরের ১৩৩ তম জন্মজয়ন্তী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ত্রিপুরা বিধানসভা ভবনের সামনে ১৮ ফুট উচ্চতায় বসছে আধুনিক ভারতের রূপকার তথা সংবিধানের অন্যতম প্রণেতা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের মূর্তি। এজন্য সরকারের ব্যয় হবে প্রায়  ৫০ লক্ষ টাকা। শুক্রবার সকালে বিধানসভা ভবনের সম্মুখে বাবাসাহেব বি আর আম্বেদকরের মূর্তি স্থাপনের শিলান্যাস ও ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এদিনের অনুষ্ঠানে প্রথমেই মুখ্যমন্ত্রী ফলক উন্মোচন করেন। এরপর শিলান্যাস ও ভূমি পূজনে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, মুখ্য সচেতন কল্যাণী রায়, বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জিতেন সরকার, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, অধিকর্তা সন্তোষ দাসসহ অন্যান্য বিশিষ্টজনেরা। ডঃ বি আর আম্বেদকরের ১৩৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে।
এখানে বাবা সাহেবের মর্মর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। গোটা দেশের সঙ্গে রাজ্যে বিভিন্ন স্থানে পালিত হলো ডঃ বি আর আম্বেদকরের ১৩৩ তম জন্মজয়ন্তী।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

১৪ এপ্রিল ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.