Type Here to Get Search Results !

মৈত্রী সেতু এবং সীমান্ত হাট : রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন জিতেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


সাব্রুমের মৈত্রী সেতু নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। বুধবার আগরতলায় সাংবাদিকদের  সঙ্গে কথা বলতে গিয়ে জীতেন্দ্র চৌধুরী জানান, ঐতিহাসিক মৈত্রী সেতুর গোড়াপত্তন হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। সেটা রাজ্যের মানুষ জানেন। এই সেতু গড়ে তোলার ক্ষেত্রে তৎকালীন বামফ্রন্ট সরকারের আন্তরিক প্রয়াস ছিল। শুধু প্রয়াসই নয়, বিশেষ উদ্যোগ নিয়ে ভারত সরকারের সঙ্গে তৎকালীন রাজ্য সরকার প্রয়োজনীয় সমস্ত আলাপ আলোচনা করে এই প্রকল্পের প্রশাসনিক প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছিল। শুধু কাজ শুরু হওয়ার পর্বটুকু বাকী ছিল। এর মধ্যেই ২০১৮ সালে নির্বাচনে ক্ষমতা বদল ঘটে। সুতরাং কৃতিত্ব যদি দিতেই হয় তা হলে তা প্রাপ্য বামফ্রন্ট সরকারের। জীতেন্দ্র চৌধুরী বলেন, বামফ্রন্ট সরকার সাব্রুমের শ্রীনগরে ভারত সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে সীমান্ত হাট গড়ে তুলে ছিল। সেই সীমান্ত হাটকে ঘিরে বহু পরিবারের কর্মসংস্থানের সুযোগ  হয়েছিল। কিন্তু রাজ্যবাসী আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছেন,রাজ্যে নতুন সরকার আসার পর সেই সীমান্ত হাট বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা আমদানী-রপ্তানী হত সেই সীমান্ত হাটে।  রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দিকে জীতেন্দ্র চৌধুরী প্রশ্ন রেখে বলেন, সীমান্ত হাট বন্ধ হল কেন ? প্রত্যাশার মৈত্রী সেতু উভয় দেশের স্বপ্নকে সাকার করার জন্য যখন মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় একবছর আগে, তখন সেতুটিকে সর্ব সাধারণের জন্য এখনো কেন উন্মুক্ত করতে পারল না রাজ্য সরকার ? এটা কি নিছকই ব্যর্থতা নয় ? রাজ্য সরকারকে এর জবাব দিতে হবে সাধারণ মানুষের কাছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত 

২৬ এপ্রিল ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.