রাজ্যের মুকুটে জুড়লো আরও একটি নতুন পালক। ই প্রকিউরমেন্ট বাস্তবায়নে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হল ত্রিপুরা।
বুধবার সাংবাদিক সম্মেলন করে এখবর জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সঙ্গে ছিলেন দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন,ভাল কাজ করার জন্য রাজ্যের বিভিন্ন দপ্তর গত ৫ বছরে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে।